সুরা ইখলাস বাংলা উচ্চারণ

সূরা ইখলাস কুরআন মজিদের ১১২তম ও অন্যতম ছোট সুরা । সূরা ইখলাস এর বাংলা অর্থ স্রষ্টার একত্ববাদের ঘোষণা সুরা ইখলাস ৪ আয়াত এবং ১ রুকু বিশিষ্ট যাতে মহান আল্লাহর পরিচয় ও মাহাত্ম্য অত্যন্ত সুন্দর ভাবে বর্ণনা করা হয়েছে। এই সুরা হযরত মুহাম্মদ (সাঃ) এর মদিনায় হিযরতের পূর্বে মক্কায় অবতীর্ণ হয় ফলে এই সুরাটি মাক্কী সুরা। সূরা ইখলাস এমন একটি সুরা, যে সুরা তেলাওয়াতের মাধ্যমে মানুষ অত্যাধিক ফজিলত ও নেয়ামত প্রাপ্ত হয়।